
আসতে চলেছে নতুন বাংলা ওটিটি প্ল্যাটফর্ম। প্রযোজনা সংস্থা ক্যামেলিয়ার হাত ধরে আত্মপ্রকাশ করছে এই প্ল্যাটফর্ম। উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে (NABC) তারই একপ্রস্থ মহড়া হয়ে গেল। শিকাগো শহরেই বলা চলে একরকম আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’র (Fridaay)।

প্রসঙ্গত, এর আগে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর ‘আড্ডাটাইমস্’, এসভিএফ-এর ‘হইচই’ এবং অ্যাঞ্জেল ডিজিটালের ‘ক্লীক’ পশ্চিমবঙ্গে বাংলা কনটেন্ট তৈরি করেছে। পরবর্তীতে ‘হইচই’ বাংলাদেশেও নিজেদের বিস্তার করে আবার বাংলাদেশের ‘চরকি’ প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গে আসে। ‘ফ্রাইডে’ও বাংলাদেশে বিস্তার করবে কিনা সেটা সময় বলবে। সব মিলিয়ে আগামীতে বাংলা ওটিটির কনটেন্টের লড়াই যে আরও জমে যাবে এ নিয়ে কোনও সন্দেহ নেই।
শিকাগোতে একটা বিশেষ ‘টক্ – শো’ আয়োজন করাও হয়। ‘ফ্রাইডে’ টক্ – শো’তে যোগ দেন সৃজিত মুখোপাধ্যায়, সোহিনী সরকার, অরিন্দম শীল, কমলেশ্বর মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ক্যামেলিয়ার পক্ষ থেকে নম্রতা দত্ত। শো পরিচালনা করেন প্রচার সচিব ইন্দ্রনীল রায়।

আপাতত সামনে এসেছে বেশ কিছু ছবি আর সিরিজের নাম যা দেখতে পাওয়া যাবে ‘ফ্রাইডে’ প্ল্যাটফর্মে। কী কী কাজ আনতে চলেছে নতুন এই ওটিটি প্ল্যাটফর্ম? তালিকা কিন্তু মোটেই ছোট নয়।
কার্মাটাঁড় (বর্তমানে ঝাড়খণ্ডে) গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের শেষ সময় কাটানো নিয়ে দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস ‘ঈশ্বরের অন্তিম শ্বাস’ এবার পর্দায় আনবে ক্যামেলিয়া।
আরও পড়ুন: আমি এখন খুব ‘চুজি’ হয়ে গেছি: মনামী
আরও পড়ুন: ‘মানিকবাবুর মেঘ’-এ ভালবাসার বৃষ্টি প্রসেনজিতের
সত্যি ঘটনা অবলম্বনে জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন সিরিজ ‘মিসিং লিঙ্ক’। একটা খুনকে কেন্দ্র করে তৈরি রহস্যের জট ছাড়াবে এই সিরিজ। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী এবং লোকনাথ দে।
কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে ওয়েব সিরিজ ‘গণদেবতা’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস নিয়ে আগে কালজয়ী ছবি হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন দেবু পণ্ডিত চরিত্রে। কমলেশ্বরের সিরিজে দেবু পণ্ডিতের ভূমিকায় অভিনয় করতে পারেন চঞ্চল চৌধুরী। সঙ্গে থাকবেন অরুণিমা ঘোষ।

‘লেডি চ্যাটার্জী’, সাগ্নিক চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজও রয়েছে তালিকায়। লেডি চ্যাটার্জীর চরিত্রে থাকবেন অরুণিমা ঘোষ।
আরিফিন শুভ, অরুণিমা ঘোষ আর সৌরসেনী মৈত্রকে নিয়ে আসছে অরিন্দম শীলের নতুন সিরিজ ‘১৯শে এপ্রিল’। ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে অরিন্দমের এই সিরিজ।
আরও পড়ুন:অস্কার কর্তৃপক্ষ বুদ্ধদার উপরে হওয়া কাজগুলো সংরক্ষণ করতে চায়: সোহিনী
আরও পড়ুন: স্বাধীনতায় মুক্তি, ‘পদাতিক’-এর অপেক্ষায় মৃণালের এলডোরাডো
আরও আসছে তন্নিষ্ঠা বিশ্বাসকে মূল চরিত্রে রেখে কৌশিক করের পরিচালনার ওয়েব সিরিজ ‘ফটাস’।
এছাড়াও প্রযোজনা সংস্থার মুক্তি পাওয়া ছবি সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’, অরিন্দম শীলের জঙ্গলে মিতিন মাসি’ এবং রঞ্জন ঘোষের ‘রঙ বেরঙের কড়ি’ও থাকছে ‘ফ্রাইডে’তে।
5 thoughts on “সাগরপারে শুরু, বাংলায় এবার সাতদিন ‘ফ্রাইডে’!”
Comments are closed.