
কিংবদন্তি পরিচালক মৃণাল সেন-এর জীবন নির্ভর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পদাতিক’ মুক্তির দিন ঘোষণা করল প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সংস্থা ও পরিচালক সৃজিত জানিয়েছেন ছবি মুক্তি পাবে ১৫ অগাস্ট। একে একে সেই পোস্ট নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ। প্রসঙ্গত, ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল এবং তাঁর স্ত্রী গীতা সেনের ভূমিকায় মনামী।
ঘোষণার পর থেকেই চর্চায় থেকেছে সৃজিতের এই ছবি। শুরু থেকেই পরিচালক বলে এসেছেন, “এই ছবি লেবার অব লভ্”।
আরও পড়ুন: আমি এখন খুব ‘চুজি’ হয়ে গেছি: মনামী
প্রথম যখন সোমনাথ কুন্ডুর জাদুকাঠির ছোঁয়ায় চঞ্চলের ‘লুক্’ প্রকাশ্যে আসে, নড়েচড়ে বসে বাঙালি। এ যে অবিকল মৃণাল! মৃণাল সেনের কিশোর থেকে তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত।

গত ১৪ মে, মৃণাল সেনের জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির টিজার। দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে হল মুক্তির দিন ঘোষণা। স্বাধীনতা দিবসেই বড় পর্দায় আসছে ‘পদাতিক’। সারা দেশের সঙ্গে অপেক্ষায় মৃণালের এলডোরাডো, কলকাতা।