
ZEE5 এ আসছে নতুন বাংলা অরিজিনাল সিরিজ ‘বিভীষণ’। এই সাইকোলজিক্যাল থ্রিলারের প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে রাজা চন্দ। মুখ্য চরিত্রে রয়েছেন সোহম মজুমদার ও দেবচন্দ্রিমা সিংহ রায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবপ্রিয় মুখোপাধ্যায় ও অলোক সান্যাল।
এই থ্রিলারের প্রেক্ষাপট বীরভূম। যেখানে ঘটে বেশ কয়েকটা খুন। নিছক খুন? নাকি এর সঙ্গে জড়িয়ে রাজনীতি? একজন পুলিশ অফিসার একের পর এক গোপন রহস্যের জালে জড়িয়ে পড়েন যা তাকে নিয়ে যায় বিপদের দিকে। এই নিয়েই এগোয় গল্প।
‘বিভীষণ’-এর ট্রেলার দর্শকদের যথেষ্ট ভাল লেগেছে। পরিচালক রাজা চন্দ বলেন, “‘বিভীষণ’ এক সুন্দর অভিজ্ঞতা। আমাদের লক্ষ্য ছিল এমন একটা গল্প, যা উত্তেজনা সৃষ্টি করবে। ZEE5 ভীষণ সমর্থন জুগিয়েছে। সোহম এবং দেবচন্দ্রিমা দুজনেই চমৎকার কাজ করেছেন। ট্রেলারে যা দেখেছেন, তা কেবল ঝলক; দর্শকদের জন্য আরও চমক রয়েছে”।
‘বিভীষণ’ স্ট্রিমিং শুরু হবে আগামী ২৭ জুন।